আইয়ুব বাচ্চু স্মরণে ‘গিটার অঞ্জলী’
২৫ অক্টোবর ২০১৮ ১৬:১২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
চারুকলা ইন্সটিটিউট সংলগ্ন ছবির হাট। স্বাধীনতা চত্বর কেন্দ্রিক ছবির হাটের আড্ডায় গিটার হাতে আসেন অনেকেই। ছোট ছোট দলে ভাগ হয়ে গিটার বাজান আর গান করেন তারা। ছবির হাটের আড্ডা’য় এই দৃশ্য প্রতিদিনের।
ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে আড্ডা দেয়া ছবির হাটের সেইসব গিটার হাতের তরুণেরা এবার এক হচ্ছেন। তারা এক হচ্ছেন গিটারের জাদুকর সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে।
২৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় তারা একত্রিত হচ্ছেন স্বাধীনতা চত্বরের ছবির হাটের বটতলায়। তারা একসঙ্গে গিটার বাজাবেন আর সবাই মিলে গাইবেন আইয়ুব বাচ্চুর গান। আর এই অনুষ্ঠান সবার জন্য খোলা। যে কেউ অংশ নিতে পারবেন এই আয়োজনে। তবে যারা গিটার বাজান, আয়োজকদের অনুরোধ তারা যেন গিটার হাতে চলে আসেন অনুষ্ঠানে। আসা যাবে গিটার ছাড়াও।
বিকেল তিনটায় শুরু হয়ে শ্রদ্ধা জানানোর এই আয়োজন চলবে সন্ধ্যা ছয়টা অবধি।
সারাবাংলা/পিএম