Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হল বাড়ছে ‘দেবী’র, যাচ্ছে দেশের বাইরেও


২৫ অক্টোবর ২০১৮ ১৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বহুল আলোচিত সিনেমা ‘দেবী’। জনপ্রিয় চরিত্র মিসির আলীকে দেখতে যেন উন্মুখ হয়ে ছিলেন সিনেমাপ্রেমীরা। সেই সিনেমা মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর, ২৮টি প্রেক্ষাগৃহে। এক সপ্তাহ পার হতে না হতেই হল বাড়ছে ছবিটির।

দর্শকদের চাহিদায় দ্বিতীয় সপ্তাহে ‘দেবী’ ছবিটি প্রদর্শিত হবে ৩৫টি প্রেক্ষাগৃহে। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘আমরা আসলে বেশি হলে ছবিটি দিতে চাইনি। ভালো পরিবেশ, উন্নত পর্দা ও সাউন্ড যেসব হলে আছে, প্রথমে আমরা সেখানেই ছবিটি দিতে চেয়েছি। কিন্তু হল মালিকদের এত আগ্রহ ছবিটি নেয়ার জন্য, যে কি বলব! সবাইকে ছবিটি দিতে পারছি না জন্য দুঃখিত। ধীরে ধীরে আমরা সব জায়গায় ছবিটি দেব।’

বিজ্ঞাপন

হল সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও ভালো খবর দিয়েছেন জয়া। আর সেটি হলো বিদেশেও প্রদর্শিত হবে ছবিটি। নভেম্বরের ১০ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে ‘দেবী’। জয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রেও ছবিটি দেখানো হবে নভেম্বরে। কিন্তু তারিখটা এই মুহূর্তে মনে নেই। এছাড়াও সৌদি আরবে কথা হচ্ছে ছবিটি প্রদর্শনের। আসলে আমি একা মানুষ। সব কিছু গুছিয়ে উঠতে পারছি না। দেশের কাজগুলো ভালো করে শেষ করতে চাই।’

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘দেবী’ চলচ্চিত্র। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান। ছবিতে আরও আছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়াসহ অনেকে।

সারাবাংলা/পিএ/আরএসও

চঞ্চল চৌধুরী জয়া আহসান দেবী মিসির আলি হুমায়ূন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর