Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের বাক্স খুললেন সিয়াম-পূজা


২৬ অক্টোবর ২০১৮ ২১:১১ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নভেম্বরের ১৬ তারিখে প্রেক্ষাগৃহে যাচ্ছে ‘দহন’। এর আগেই শুরু হয়েছে ছবিটির প্রচারণা। এই সিনেমার ‘হাজির বিরিয়ানি’ গানটি নিয়ে ভালো আলোচনা হয়েছে সিনেমা পাড়ায়। সমালোচনাও নেহায়েৎ কম হয়নি। সেই বিতর্কে ভাটা পড়ার আগেই এবার দহনের আরও একটি গান প্রকাশ পেয়েছে অন্তর্জালে। গানের শিরোনাম ‘প্রেমের বাক্স’।

শাহ আলম সরকারের কথা ও সুরে ‘প্রেমের বাক্স’ গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গ্রামীণ আবহে বর্ণিল সেট বানিয়ে সিয়াম ও পূজার সঙ্গে গানটিতে শরীর দুলিয়েছেন শতাধিক নাচিয়ে।

‘দহন’ ছবিতে সিয়াম ও পূজা ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এগিয়েছে ছবিটির গল্প, যেখানে একটি সুন্দর প্রেম ও তার বিয়োগান্তক পরিণতি দেখানো হবে। ছবিতে সিয়াম নেশাগ্রস্ত যুবক আর পূজা গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

দহন প্রসঙ্গে ছবিটির প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘দহন নিয়ে আমি স্বপ্ন দেখছি। প্রযোজক হিসেবে এই ছবিটি আমাকে অন্যরকম মর্যাদায় নিয়ে যেতে পারে। বদলে দেয়ার যে স্বপ্ন নিয়ে সিনেমায় এসেছিলাম এই ছবিটি হয়তো আমার সেই স্বপ্ন পূরণ করবে। এখন দর্শক কিভাবে ছবিটি গ্রহণ করবে সেটি দেখার অপেক্ষায় আছি’

মুক্তিকে সামনে রেখে এর আগে ‘দহন’ সিনেমার চমকচিত্র [ফার্স্ট লুক] ও ‘হাজীর বিরিয়ানি’ শিরোনামে একটি গান প্রকাশ করেছিল জাজ।

সারাবাংলা/টিএস/এএসজি

দহন পূজা সিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর