Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বছর বাজবে রণবীর-আলিয়ার বিয়ের সানাই!


২৯ অক্টোবর ২০১৮ ১১:২৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ২০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

বলিউডে বিয়ের ধুম লেগেছে। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াংকা চোপড়া। অন্যদিকে প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন দীপিকা পাড়ুকোন।

বলিউডের আর এক লাভ বার্ডস রণবীর কাপুর ও আলিয়া ভাট। চুটিয়ে প্রেম করছেন দুজন। উভয়ের পরিবার মেনেও নিয়েছেন দুজনের সম্পর্ক। সেকারণে এই দুই তারকার ভক্তরা তাদের শুভ পরিণয়ের দিনক্ষণ জানতে উদগ্রীব হয়ে আছে।


আরও পড়ুন :  বন্ধু, সহকর্মী, পরিবারের স্মরণে বাচ্চু


কবে বিয়ে করছেন রণবীর-আলিয়া? ২০১৯ সালে বিয়ে করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। তবে বছরের কোন সময়ে বিয়ে করবেন তারা সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

তবে বিয়ের সিদ্ধান্তের পুরোটা নির্ভর করছে রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরের সুস্থতার ওপর। ঋষি কাপুর এখন নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রণবীর কাপুরের। তার আগে রণবীরের প্রেমিকা ছিলেন দীপিকা পাডুকোন। যদিও তারা দুজন এখন তার জীবনে অতীত। আবার সিদ্ধার্থ মালহোত্রোর সঙ্গে প্রেম ছিল আলিয়ার। সে সম্পর্কের ইতি টেনে আলিয়া এখন প্রেমে মজেছেন রণবীরের সঙ্গে।

অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের পুরোটা সময় আলিয়া রণবীর থাকছেন কাছাকাছি৷ সোনমের বিয়েতেও গিয়েছিলেন একসঙ্গে। এখন দেখার বিষয় অতীতের সম্পর্কের তিক্ততা ভুলে তারা দুজন নতুন জীবন শুরু করতে পারেন কিনা!

সারাবাংলা/আরএসও/পিএম


আরো দেখুন :

চঞ্চল চৌধুরীর কন্ঠে নিথুয়া পাথারে

আলিয়া ভাট ক্যাটরিনা কাইফ দীপিকা পাডুকোন রণবীর কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর