Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাওয়াতের তালিকায় নেই প্রাক্তন প্রেমিকেরা, বাদ পড়ছেন বিশেষ একজন


৩০ অক্টোবর ২০১৮ ১৬:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

প্রিয়াংকা চোপড়ার বিয়ের ডামাডোল বেজে উঠেছে। সাজ সাজ রব বিয়ের ভেন্যু উমেদ ভবনে। মার্কিন মুলুকে ‘ব্রাইডাল শাওয়ার’-এর তোড়জোড়ও তুঙ্গে। এরই মধ্যে কথা উঠেছে বিয়ের আমন্ত্রিতদের তালিকা নিয়ে।

কারা পাচ্ছেন প্রিয়াংকার বিয়ের দাওয়াত?

প্রিয়াঙ্কা ও নিকের রিসেপশনে আমন্ত্রিতদের সংখ্যা ৩০০ ছাড়াবে না, এমন খবর আগেই জানা গিয়েছিল। তাই সেই তালিকাও প্রায় চূড়ান্ত। চোপড়া পরিবার ঘনিষ্ঠ, নিকের ঘনিষ্ঠ স্বজন এবং হলিউড-বলিউডে প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ সহকর্মী ছাড়া বেশি কেউ জায়গা পাচ্ছেন না আমন্ত্রিতদের তালিকায়।

তবে আলোচনার বিষয় সেটি নয়। আলোচনা চলছে বাদ পড়াদের তালিকা নিয়ে। সূত্র বলছে, আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়েছেন প্রিয়াংকার সাবেক প্রেমিক শাহিদ কাপুর, হরমেন বাওয়েজা ও বিশেষ এক বলিউড তারকা।

বিজ্ঞাপন

কিন্তু তিনি কে, তা নিয়েই বলিউডে জুড়ে জল্পনা। তার নাম এখনও পর্যন্ত প্রকাশ করেনি প্রিয়ঙ্কার পরিবারও। জানা যায়নি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রেও। কিন্তু বাদ যে পড়বেন বিশেষ এক বলিউড তারকা, তা মোটামুটি নিশ্চিত।

প্রিয়াঙ্কা চান না তার প্রাক্তন প্রেমিকরা কেউ উপস্থিত থাকুন এই বিয়েতে। বিয়ের আসরে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত  নিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই। তিনি স্পষ্ট বলে দিয়েছেন; বিয়েতে প্রাক্তনদের ‘নো এন্ট্রি’। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে তালিকা।

ফলে স্বাভাবিকভাবেই বাদ পড়বেন শাহিদ কাপুর, হরমন বাওয়েজার এবং আরও এক তারকা, জানিয়েছে সেই সূত্র। তবে ওই আরও এক তারকা কে?

বিষয়টা এখনও পরিষ্কার হয়নি, কে বাদ পড়ছেন প্রিয়ঙ্কার বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে। কেউ বলছেন ঋত্বিক রোশন, কেউ আবার বলছেন শাহরুখ খানের নাম। কিং খান কি বাদ পড়বেন প্রিয়ঙ্কার বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে? তা স্পষ্ট নয়।

সেই তারকা আসলে কে, তা পয়লা ডিসেম্বরের আগে নিশ্চিত হওয়ার মুশকিলই বটে।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম

ঋত্বিক রোশান নিক জোনাস প্রিয়াংকা চোপড়া বিয়ে শহীদ কাপুর শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর