পার্বতী দাস বাউলকে সম্মাননা
৩০ অক্টোবর ২০১৮ ১৯:৪৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী পার্বতী দাস বাউলকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। শিল্পকলা একাডেমীর পক্ষে তাকে তার হাতে সম্মাননা তুলে দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। মঙ্গলবার (৩০ অক্টোবর) তাকে এই সম্মাননা জানানো হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আমন্ত্রনে তিন দিনের একটি বাউল সংগীত কর্মশালা পরিচালনা করতে বাংলাদেশে আসে পার্বতী দাস বাউল। শিল্পকলা একাডেমির সংগীত ও বাউল শিল্পীসহ প্রতিশ্রুতিশীল ৪২জন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। কর্মশালার শেষ দিনে সম্মানীত করা হয় পার্বতী দাস বাউলকে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, জলের গানের শিল্পী রাহুল আনন্দ এবং বাউল গবেষক আবদেল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমল খালিদ।
এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গেলো ২৭ অক্টোবর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পী পার্বতী বাউলের পরিবেশনায় বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।
সারাবাংলা/আরএসও/পিএম