Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব জেলা শহরে ‘শিল্পের শহর’ কর্মসূচী


৩১ অক্টোবর ২০১৮ ১৯:৩০

এন্টারটেইনমেন্ট করেসপন্টে।।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প-সংস্কৃতির পুরোনো ঐতিহ্যকে পুনরুদ্ধারের মাধ্যমে বিভাগীয় শহরগুলোকে শিল্পচর্চার একেকটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘শিল্পের শহর’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা শহরে বছরব্যাপী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অক্টোবর মাসে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ১০টি স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জেলা পর্যায়ে ‘শিল্পের শহর’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রতিটি জেলার একটি গুরুত্বপূর্ণ স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাধারণ মানুষের সাথে শিল্পের সংযোগ সাধনের লক্ষ্যে দেশের প্রতিটি শহরে পর্যায়ক্রমে শিল্পের বিভিন্ন অনুষঙ্গের উপস্থাপনের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়িত করাই মূল লক্ষ্য।

এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘শিল্পের শহর ঢাকা’ কার্যক্রমের উদ্বোধন হয়। উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শিল্পী মাহবুবুর রহমান-এর পরিচালনায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে ১৫জন শিল্পীর পারফর্মেন্স আর্ট পরিবেশনার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

সারাবাংলা/আরএসও/এএসজি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পের শহর

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর