Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিনদিনের থিয়েটার ফেস্ট


৬ জানুয়ারি ২০১৮ ১৮:০০

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হচ্ছে তিন দিনের নাট্যোৎসব। রোববার (৭ জানুয়ারি) থেকে শুরু হবে আয়োজন। তিন দিনব্যাপী এই আয়োজনের শিরোনাম ‘কালারস অফ লাইফ থিয়েটার ফেস্ট ২০১৮’। নাট্যোৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান।

উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাট্য সংসদের প্রথম প্রযোজনা ‘কাকচরিত্র’। নাটকটি নির্দেশনা দিয়েছেন শুভ্রা গোস্বামী। সম্প্রতি ‘কাকচরিত্র’ নাটকটি ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় মঞ্চস্থ হয়েছে।

দ্বিতীয় দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক ‘আমিই তুমি’। নাটকটি রচনা করেছেন এহসান হাফিজ আর নির্দেশনা দিয়েছেন মেহেদী তানজীর।

উৎসবের পর্দা নামবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক ‘মিস জুলি’ মঞ্চায়নের মধ্য দিয়ে। অগাস্ট স্ট্রিনবার্গের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন আব্দুল্লাহ আল জাবির।

টিএসসিতে নিয়মিত নাটকের মঞ্চায়নের মাধ্যমে উন্মাদনা ফিরিয়ে আনা এবং নিয়মিত নাট্যচর্চা অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে নাটক।

সারাবাংলা/পিএ/কেবিএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর