Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ভবনে ফিল্ম আর্কাইভের নতুন যাত্রা


১ নভেম্বর ২০১৮ ১১:১৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ফিল্ম আর্কাইভের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিল্ম আর্কাইভের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। এর আগে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


আরও পড়ুন :  জন্মশহরে বাচ্চুকে ছাড়া এলআরবি, ছেলের হাতে বাবার গিটার


রাজধানীর আগারগাঁওয়ে ১ দশমিক ৮৬ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক ভবনটির নির্মাণে খরচ হয় ৮৬ কোটি ৭৫ লাখ টাকা। নব নির্মিত এই ভবনে রয়েছে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রিত ৮ টি ফিল্ম ভল্ট। পাঁচশ আসন বিশিষ্ট মাল্টপারপাস অডিটোরিয়াম, তিনশ আসনের প্রজেকশন হল, একশ বিশ আসনের সেমিনার হল রয়েছে ফিল্ম আর্কাইভের নতুন ভবনে।

বস্তুত এই ভবনটি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, পরিবেশক, প্রদর্শক, জাতীয় ইতিহাসের গবেষক ও কলাকুশলিদের মিলনকেন্দ্রে পরিণত হবে। প্রচারণা, অনুষ্ঠান, প্রদর্শন ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফিল্ম আর্কাইভ সাধারণ মানুষের সঙ্গে ইতিহাসের সেতুবন্ধন স্থাপন করবে।

ছবি : সংগৃহীত

সারাবাংলা /পিএ/পিএম

উদ্বোধন নতুন ভবন প্রধানমন্ত্রী ফিল্ম আর্কাইভ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর