Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেই নিজের গান করলেন রিমেক


৬ জানুয়ারি ২০১৮ ২০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

১০ বছর আগে আইয়ুব বাচ্চু ও ফাহমিদা নবী গেয়েছিলেন ‘ভালোবাসা তোমার জন্য’ শিরোনামের একটি গান। এর কথা, সুর ও সংগীত করেছিলেন তানভীর তারেক। ১০ বছর পর সেই গানটি রিমেক করেছেন তানভীর।

নিজের গান, এ বছর প্রথম রেকর্ড করলেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানভীর তারেক ও তরুণ কন্ঠশিল্পী নাজু আখন্দ। ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ প্রচার হবে গানটি।

এ ব্যাপারে তানভীর তারেক বলেন, ‘সংগীত নিয়ে কাজ করছি ১৫ বছর ধরে। অনেক গান লিখেছি, সুর করেছি। এর মধ্যে থেকে বেশ কিছু গান আমার নতুন করে করার ইচ্ছা। পাশাপাশি নতুন নতুন মিউজিক ট্র্যাক তো তৈরি হবেই।’

বিজ্ঞাপন

‘ভালোবাসা তোমার জন্য’ গানটির সুরের কিছুটা আঙ্গিক পরিবর্তন করে উপস্থান করা হয়েছে নতুন ভাবে। একই সঙ্গে গানটির রিদমিক ভার্সন ও পিয়ানো ভার্সন প্রকাশ হবে হবে ইউটিউবে।

সারাবাংলা/পিএ

তানভীর তারেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর