Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানা-অজানা শাহরুখ খান


২ নভেম্বর ২০১৮ ১২:৫৬ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

অভিনয়ে আসার পর শাহরুখ খান যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। গেলো পঁচিশ বছর ধরে বলতে গেলে একা শাসন করছেন বোম্বের সিনেমা জগত। যে কারণে তাকে আদর করে ডাকা হয় বলিউড ‘বাদশাহ্’ বা ‘কিং খান’। শুধু অভিনয় নয়, ব্যবসা কিংবা অনুপ্রেরণাদায়ী বক্তা হিসেবেও শাহরুখের জুড়ি মেলা ভার। সরস কথার খেলাতেও তিনি সেরাদের একজন। চলুন জেনে এবার জেনে নেয়া যাক, পিতা এবং অভিভাবক হিসেবেও দারুণ সফল এই অভিনেতা ও উদ্যোক্তার জীবনের জানা-অজানা কিছু ঘটনা…


  • ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম হয় শাহরুখের। তার পিতা-মাতার নাম তাজ মুহম্মদ খান ও লতিফ ফাতিমা।
  • পাঁচ বছর বয়স পর্যন্ত শাহরুখ তার নানা-নানীর সঙ্গে থাকতেন। শাহরুখের নানা ছিলেন কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর বন্দরের প্রধান প্রকৌশলী।
  • শাহরুখের শৈশব কেটেছে ম্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর শহরে।
  • শাহরুখের বাবা পাকিস্তানের পেশোয়ারের মানুষ, মায়ের শহর ভারতের হায়দ্রাবাদ। ভারতে শুধু তার মায়ের দিকের আত্মীয় স্বজন ছিলেন, বাবার আত্মীয়রা থাকতেন পেশোয়ারে। দাদীর দিক থেকে শাহরুখ কাশ্মীরি।
  • কৈশোরের শুরু থেকে শাহরুখ দিল্লিতে কাটিয়েছেন। পড়াশোনা করেছেন বিখ্যাত সেন্ট কলাম্বাস স্কুলে।
  • দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে বি এ পাশ করেন শাহরুখ। এরপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে মাস কমিউনিকেশন নিয়ে এমএ পড়তে ভর্তি হন। শেষ করতে পারেননি।
  • ১৯৮৪ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখ গৌরী সঙ্গে প্রথম পরিচিতি হয় শাহরুখের। সেটি পারিবারিক অনুষ্ঠান ছিল। তখন থেকেই শুরু হয় শাহরুখ-গৌরীর প্রেম পর্ব। সেই দিনই শাহরুখ ড্রাইভিং লাইসেন্সও পেয়েছিলেন। দুজনেই তখন স্কুলে পড়তেন।
  • এর সাত বছর পর বিয়ে করেন গৌরী আর শাহরুখ। তারিখটি ছিলো ১৯৯১ সালের ২৫ অক্টোবর।
  • মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারান শাহরুখ খান। তার বাবা ছিলেন একজন উকিল।
  • শাহরুখের বাবা তাজ মুহম্মদ খান একজন মুক্তিযোদ্ধা। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন তিনি। এজন্য তাকে জেলও খাটতে হয়েছে।
  • সাবেক কংগ্রেস সভাপতি ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন শাহরুখের বাবা তাজ মুহম্মদ খান।
  • শাহরুখ খানের প্রথম রোজগার ছিল ৫০ রুপি। পঙ্কজ উদাসের একটি গানের অনুষ্ঠানে কাজ করেছিলেন তিনি। প্রথম রোজগারের টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে আগ্রা গিয়েছিলেন তিনি। তার মতে, সেসময় তিনি রোমান্টিসিজমে ডুবে ছিলেন।
  • ছোট থেকেই শাহরুখ খানের ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কলকাতার ‘আর্মি স্কুল’-এ ভর্তিও হয়েছিলেন শাহরুখ। কিন্তু শাহরুখের মা চাননি ছেলে আর্মি হোক।
  • ১৯৮৯-৯০ সালে ‘সার্কাস’ নামের একটি সিরিয়ালে কাজ করেন শাহরুখ। সেই সময়ে তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বিশেষ উপায়ে মাকে একটি পর্ব দেখান তিনি। কিন্তু তার মা তখন এতটাই অসুস্থ যে ছেলেকে চিনতেও পারেননি। ১৯৯১ সালের এপ্রিল মাসে মৃত্যু হয় শাহরুখ খানের মা লতিফ ফাতিমা।
  • সে বছরই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ছবির নামদিল আসনা হ্যায়। নায়ক হিসাবে শাহরুখ অভিনয় করেন দিওয়ানায়, ১৯৯২ সালে।

সারাবাংলা/টিএস/আরএসও

বিজ্ঞাপন

জন্মদিন শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর