শুটিংয়ে স্যাকরেড গেমস’র দ্বিতীয় সিজন
২ নভেম্বর ২০১৮ ১৭:৩০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বিক্রম চন্দ্রের ‘স্যাকরেড গেমস’ উপন্যাস থেকে নির্মিত ওয়েব সিরিজ ‘স্যাকরেড গেমস’। নেটজেনদের কাছে তুমুল জনপ্রিয় ভারতীয় এই ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন অনুরাগ ক্যাশপ। অর্থায়ন করে অন্তর্জালিক প্রদর্শক ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স।
প্রথম সিজনের তুমুল জনপ্রিয়তার কারণে এর দ্বিতীয় সিজন তৈরীর আভাস আসছিল আগে থেকেই। সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল।
শুরু হয়ে গেছে ‘স্যাকরেড গেমস’ এর দ্বিতীয় সিজনের শুটিং। মুম্বাইতে সাইফ আলী খানকে পাওয়া গেছে সরতাজ সিং-এর রূপে। সেই পরিচিত পাগড়ি আর দারি-গোঁফ দেখে বুঝতে অসুবিধা হয় না যে পুলিশ কর্মকর্তা সরতাজ সিং-এর চরিত্রেই অভিনয় করছেন সাইফ।
শুটিং স্পটে তাকে দেখা গেছে পেলো টি-শার্ট পরা অবস্থায়। ডান হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত বৗান্ডেজ বাধা। দেখে ধারণা করা হচ্ছে কোনো ক্লাইমেক্স দৃশ্যের শুটিং করছেন সাইফ আলী খান।
‘স্যাকরেড গেমস’ নেটফ্লিক্সের প্রথম ভারতীয় অরজিনাল সিরিজ। এর প্রথম পর্বটি প্রচারিত হয় ৬ জুলাই। প্রথম সিজনে আরও ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্তে।
সারাবাংলা/পিএ