Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে না করেই বাবা!


৭ জানুয়ারি ২০১৮ ১০:৫১ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৮ ১১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

কে হচ্ছেন এই সিজনের ‘বিগ বস’, জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র একটি সপ্তাহ। নতুন ‘বিগ বস’কে নিয়ে দর্শকের মধ্যেও আগ্রহের কমতি নেই। তবে সেই আগ্রহে কিছুটা হলেও ভাগ বসালো সলমান খান ও রানি মুখার্জি।

মেয়ে আদিরার জন্মের পর আবারো সিনেমা নিয়ে ফিরছেন রানি। নিজের ছবি ‘হিচকি’র প্রোমোশনের জন্যই বিগ বসের সেটে গিয়েছেন ‘ব্ল্যাক’ খ্যাত এই অভিনেত্রী। সেখানেই ‘বন্ধু’ সালমানকে বাবা হওয়ার পরামর্শ দিয়েছেন এই বাঙালী ললনা!

রানির সঙ্গে সালমানের বন্ধুত্ব অনেক দিনের। আর সেই বন্ধুত্বের সুযোগ নিয়েই বিগ বসের সেটে সল্লু ভাইয়ের ‘দুর্বল জায়গা’য় আঘাত করেছেন রানি। ‘টাইগারে’র বিয়ে নিয়ে প্রশ্ন তোলেন। সেই প্রশ্ন শুনেই হিচকি খেয়েছেন সালমান খান।

বিজ্ঞাপন

এরপরই রানি প্রস্তাব দেন, সালমানের এবার বিয়ে না করে সরাসরি বাবা হওয়া উচিত। খেলার সঙ্গী পাবে আদিরা। সালমানের সন্তানও যেন বাবার মতোই সুন্দর দেখতে হয় সেই পরামর্শও দিয়েছেন রানি।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর