Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ছবি হচ্ছে আগাথার ‘ডেথ অন দ্যা নাইল’


৩০ নভেম্বর ২০১৭ ০৬:৪৭

বিনোদন ডেস্ক

আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস’ এবছর দারুণ সাফল্য পেয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় এবার ক্রিস্টির রহস্য উপন্যাস ‘ডেথ অন দ্য নাইল’ নিয়ে সিনেমা নির্মাণ করবে প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স। তবে অরিয়েন্ট এক্সপ্রেসের মতো ট্রেন যাত্রা নয় এবার দর্শক দেখবে রোমাঞ্চকর নৌ ভ্রমণ।

‘মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস’-এর মতো ‘ডেথ অন দ্য নাইল’-এর মূল চরিত্র গোয়েন্দা এরকুল পোয়ারো। শোনা যাচ্ছে, পাঁচবার অস্কার মনোনয়ন পাওয়া কেনেথ ব্রানাগ আবারো থাকছেন এরকুল পোয়ারোর ভূমিকায়। প্রথম সিনেমার মতো ‘ডেথ অন দ্য নাইল’ও পরিচালনা করবেন তিনি।

আগাথা ক্রিস্টির সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ‘ডেথ অন দ্য নাইল’। এটি প্রথম প্রকাশ হয়েছিল ১৯৩৭ সালে। এই গল্পেও এরকুল পোয়ারোকে জটিল একটি হত্যারহস্যে জড়িয়ে পড়তে দেখা যাবে। এবারের গল্প আবর্তিত হবে নীল নদের দেশ মিশরকে ঘিরে। ১৯৭৮ সালে এ কাহিনী অবলম্বনে প্রথমবার সিনেমা নির্মিত হয়। এতে গোয়েন্দা এরকুল পোয়ারো চরিত্রে অভিনয় করেন পিটার উস্তিনভ। পাশাপাশি ছিলেন ওই সময়ের জনপ্রিয় তারকারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর