ঢাকায় আসছেন শংকর-এহসান-লয়
৫ নভেম্বর ২০১৮ ১৩:১৬ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৬:১৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ভারতীয় দূতাবাস, ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিওয়ালি কনসার্ট। আসছে ১৬ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় বসবে দিওয়ালি কনসার্টের আসর। আর এই কনসার্টে অংশ নেবেন ভারতের অসম্ভব জনপ্রিয় সংগীত ত্রয়ী শংকর-এহসান-লয়। ১৬ নভেম্বর শুক্রবার রাত ৮টায় শুরু হবে এই কনসার্ট।
আরও পড়ুন : বলিউডের খলনায়ক এবার বাংলাদেশের সিনেমায়
কনসার্টের টিকিট পাওয়া যাবে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, ধানমন্ডির ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার এবং গুলশানের খাজানা রেস্টুরেন্টে। টিকিটের মূল্য দুই হাজার টাকা এবং এক হাজার টাকা।
শংকর-এহসান-লয় হলো ভারতের তিন সংগীত প্রতিভা শংকর মহাদেবান, এহাসন নুরানী, লয় মেন্ডনসা। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা এই জুটি।
সারাবাংলা/পিএম/পিএ
আরও পড়ুন : ভূপেন স্মরণে ‘আজ জীবন খুঁজে পাবি’