Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংককে ‘আমি নেতা হবো’


৭ জানুয়ারি ২০১৮ ১২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

‘আমি নেতা হবো’ সিনেমার সেন্সর সার্টিফিকেট মিললেও বাকী ছিলো দুটি গানের দৃশ্যায়ন। এবার বাকী থাকা কাজ সম্পূর্ণ করতেই শিল্পী-কলাকুশলী নিয়ে ব্যাংককে উড়াল দিয়েছেন ছবিটির পরিচালক উত্তম আকাশ।

‘আমি নেতা হবো’ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মীম। জাকির হোসেন রাজুর ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে প্রথম স্ক্রিন শেয়ার করেছিলেন এই জুটি। নয় বছর আগে মুক্তি পাওয়া সেই ছবিটি পেয়েছিলো দারুণ জনপ্রিয়তা। মীম আশা করছেন, আমি নেতা হবো ছবিটিও পাবে ‘সুপারহিট’ সিনেমার তকমা।

ব্যাংককের ফ্লাইট ধরার আগে সারাবাংলাকে মীম বলেন, ‘আমি নেতা হবো একটি কমপ্লিট মাসালা মুভি। দর্শক যা যা চায় তার সবকিছুই পাওয়া যাবে এই ছবিতে। পরের পাঁচদিন ব্যাংককে দুটি গানের শুটিং হবে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের মাঝামাঝি সময়ে।’

বিজ্ঞাপন

‘আমি নেতা হব’ ছবিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী ও মৌসুমী। ছবিটি প্রযোজনা করেছেন সেলিম খান।

সারাবংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর