‘হিসু’ ইস্যু: অনলাইন বিধি নেই সেন্সর বোর্ডের
৭ নভেম্বর ২০১৮ ১৮:৩৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মুক্তি প্রতীক্ষিত ‘দহন’ সিনেমায় ‘হাজীর বিরিয়ানী’ গানের কিছু কথাকে অশ্লীল ও আপত্তিকর বলেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। এই ইস্যুতে গত ৪ নভেম্বর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল অজিজকে চিঠি দেয় তারা। সেখানে বলা হয়েছিল ‘সেন্সরবিহীন গান প্রদর্শনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে জানাতে।
আজ (৭ নভেম্বর) সেই চিঠির উত্তর দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। আব্দুল আজিজ সারাবাংলাকে বিষয়টি নিশ্চত করে বলেন, ‘আমরা আজ সেন্সর বোর্ডের চিঠির উত্তর দিয়েছি।’
উত্তরে কি বলেছেন? জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউবে প্রকাশিত কন্টেন্টের জন্য সেন্সর বোর্ডের কোনো বিধি নাই। যদি সেন্সর বোর্ড কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কন্টেন্টের ওপর বিধি-নিষেধ দেয়ার নিয়ম করে, তখন আমরা সেই অনুযায়ী চলব।’
সেন্সর বোর্ডের পক্ষে জাজ মাল্টিমিডিয়াকে চিঠিটি দিয়েছিলেন সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার। চিঠির উত্তর পেয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, জাজ মাল্টিমিডিয়ার দেয়া উত্তর এখনো তিনি দেখেননি। আর উত্তর হাতে পাননি বলে জানিয়েছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান।
সারাবাংলা/পিএ/পিএম