‘কথাটি মজা করে বলেছিলাম’
১২ নভেম্বর ২০১৮ ১০:৪৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
‘আমার চলচ্চিত্র কখনো আন্তর্জাতিক উৎসবগুলোতে দেখানো হয় না। সম্ভবত আমার সিনেমা তার যোগ্যও নয়। তবে এমন একটা সময় আসবে যখন এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য আমার কোনও না কোনও একটি ছবি নির্বাচিত হবে।’
এভাবেই শাহরুখ খান নিজের অভিনীত সিনেমা কোনো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত না হওয়ার জন্য আফসোস করেছেন। গেলো শনিবার (১০ নভেম্বর) ২৪ তম কলকাতা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে অতিথির বক্তৃতার এমন কথা বলেন তিনি।
আসলে কি বলিউড বাদশা এ নিয়ে খুব আফসোস করেন? ভারতীয় সংবাদ মাধ্যমের করা এই প্রশ্নটির উত্তর বেশ খোলাখুলিভাবে দেন তিনি। শাহরুখ বলেন, ‘কথাটি মজা করে বলেছিলাম! এতদিনে তো আমার সেন্স অব হিউমারের সঙ্গে আপনারা পরিচিত হয়ে গিয়েছেন। আমার অভিমানী সত্ত্বা যেমন মনে করে, আমার সব ছবির সব অ্যাওয়ার্ড পাওয়া উচিত। দেখুন, মাল্টিপ্লেক্স, সিঙ্গেলস্ক্রিন, টেলিভিশন, মোবাইল- সব মাধ্যমেই ছবি দেখা যায়। কিন্তু এক একটা ছবি এক একটা মাধ্যমের জন্য। তেমনই ফেস্টিভ্যালের জন্যও কিছু নির্দিষ্ট ছবি আছে। হার্ডকোর কমার্শিয়াল ছবি যেখানে কাওয়ালি থেকে ক্লাব সং- সবই আছে, সেটা ফেস্টিভ্যালের আওতায় পড়ে না।’
গত কয়েক বছর ধরে শাহরুখ খান কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন। নিখাদ ভালোলাগার কারণে তিনি কলাকাতায় চলচ্চিত্র উৎসবে আসেন বলে জানান। তিনি বলেন, ‘কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তো বছর বছর আসি। মমতা ব্যানার্জীর কথায় এবারেও চলে এলাম। কলকাতা ভালো লাগার কারণ ঠিক ব্যাখ্যা করে বলতে পারব না।’
সারাবাংলা/আরএসও/পিএম