Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখোমুখি রোকেয়া প্রাচী-শমী কায়সার


১২ নভেম্বর ২০১৮ ১৫:৫৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

রোকেয়া প্রাচী ও শমী কায়সার – দুজনই দেশের জনপ্রিয় অভিনেত্রী। স্ব স্ব ক্ষেত্রে তারা সফলতার স্বাক্ষর রেখেছেন। এবার এই দুই অভিনেত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। তবে মজার ব্যাপার হলো, তারা দুজনই ফেনী-৩ আসন থেকে নৌকার প্রার্থীতা প্রত্যাশা করছেন।

এক এলাকা থেকে ‍দুই জনপ্রিয় অভিনেত্রীর প্রার্থী হতে চাওয়া সাংঘর্ষিক কিনা জানতে চাইলে রোকেয়া প্রাচী সারাবাংলাকে বলেন, ‘পুরো বিষয়টি নির্ভর করছে আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি যাকে ভালো মনে করবেন তাকে নমিনেশন দিবেন। এখানে আমার কিছু বলার নেই। আমি দলের হয়ে কাজ করি। যেই নমিনেশন পাক আমরা দলের হয়ে কাজ করবো।’

রোকয়া প্রাচী মনে করেন মাঠ পর্যায়ের কাজের জরিপ করে প্রধানমন্ত্রী তাকে নিরাশ করবেন না। তিনি বলেন, ‘শুধু শমী কায়সার কেনো? আমি সহ আরও ২১ জন কর্মী আমার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। যে কারও নির্বাচনে দাাঁড়ানোর জন্য মনোনয়ন ফরম কেনার অধিকার আছে। এটা নিয়ে আমার দুশ্চিন্তা বা ভাবনার কোন অবকাশ আছে বলে মনে করিনা। এসব নিয়ে ভাববেন আমাদের সভানেত্রী। আমার কাজ দলের নির্দেশ মতো কাজ করা। আমি দলের নির্দেশ মতোই এতোদিন কাজ করেছি। সেই কাজগুলো বিবেচনা করলে আমি নমিনেশন পাওয়ার দাবি রাখি। বাকিটা নির্ভর করছে দলের সিদ্ধান্তের ওপর।’

এদিকে শমী কায়সারও বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবেন জানান। তিনি জানান, ‘দুজন অভিনেত্রী একই আসন থেকে নির্বাচন করতে চাওয়াটা খারাপ কিছু নয়। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার মা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তাই মনে করেছি নির্বাচনে প্রার্থী হওয়া আমার দায়িত্বের ভেতর পড়ে।’

বিজ্ঞাপন

তিনি মনে করেন তার এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত। দুর্নীতিরকারণে এলাকার উন্নয়ন হচ্ছেনা। নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করে এলাকার উন্নয়ন করতে তিনি।

সারাবাংলা/আরএসও/পিএম

রোকেয়া প্রাচী শমী কায়সার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর