Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই দিনে জনি ডেপের জাদু এবং দ্য গ্রিঞ্চ


১৪ নভেম্বর ২০১৮ ১৮:৪৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শুক্রবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের নতুন সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। একই দিনে ছবিটি মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। অন্যদিকে, জনপ্রিয় মার্কিন লেখক ডক্টর সুয়েসের লেখা বই ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস!’ অবলম্বনে নির্মিত ‘দ্য গ্রিঞ্চ’ ছবিটিও এ দিন মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। অ্যানিমেটেড ছবিটি পরিচালনা করেছেন পিটার ক্যান্ডিল্যান্ড ও ইয়ারো চেনি। প্রযোজনা করেছে ইউনিভার্সাল পিকচার্স অ্যান্ড ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট।

বিজ্ঞাপন

ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের নতুন সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। ডেভিড ইয়েটসের পরিচালনায় ছবির চিত্রনাট্য লিখেছেন হ্যারি পটার খ্যাত লেখক জে কে রাউলিং। ২০১৬ সালে মুক্তি পায় ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের প্রথম কিস্তি ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’। দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়াল।

‘হ্যারি পটার’ দুনিয়ার জনপ্রিয় চরিত্র ডাম্বালডোরকে এবারের ফ্যান্টাস্টিক বিস্টস ছবিতে দেখা যাবে। তবে চেনা সেই বৃদ্ধ ডাম্বালডোর নন, আসছেন তরুণ ডাম্বালডোর। সঙ্গে থাকছেন ছবির ভিলেন ফ্যান্টাস্টিক বিস্টস দ্য ক্রাইম অব গ্রিন্ডেলওয়ার্ল্ড-এর ‘গ্রিন্ডেলওয়ার্ল্ড’। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর প্রথম ছবির শেষে ম্যাজিকাল কংগ্রেস অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকার হাতে ধরা পড়ে গ্রিন্ডেলওয়ার্ল্ড। এরপর থেকেই তাকে নিয়ে সবার অপেক্ষার শুরু। সেখানেই একঝলক দেখা যায় গ্রিন্ডেলওয়ার্ল্ড-রূপী জনি ডেপকে। এবার সাদা চুলো জনি ডেপকে জাদুর ছরি নিয়ে দারুণ ভঙিতে পোস্টারে দাঁড়িয়ে থাকতে দেখে সবার আগ্রহ যেন হুট করেই আরও বেড়ে যায় ছবিটির প্রতি।

জনপ্রিয় মার্কিন লেখক ডক্টর সুয়েসের লেখা বই ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস!’ অবলম্বনে ১৯৬৬ সালে একটি অ্যানিমেটেড টেলিভিশন ফিল্ম নির্মিত হয়। এরপর ২০০০ সালে তৈরি হয় পূর্ণদৈর্ঘ্য লাইভ অ্যাকশন ছবি। এতে অভিনয় করেছিলেন জিম ক্যারি। এবার ডক্টর সুয়েসের জনপ্রিয় চরিত্র ‘গ্রিঞ্চ’ নতুনভাবে দর্শকের সামনে আসছে। ‘দ্য গ্রিঞ্চ’ নামের অ্যানিমেটেড ছবিটি নির্মাণ করেছেন পিটার ক্যান্ডিল্যান্ড ও ইয়ারো চেনি।

ছবিটি প্রযোজনা করেছে ইউনিভার্সাল পিকচার্স অ্যান্ড ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট। দ্য গ্রিঞ্চের ট্রেইলারে দেখা যায়, অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় গিঞ্চের। এতে বিরক্ত হয়ে বই ছুড়ে অ্যালার্ম ঘড়িটি বন্ধ করে দেয়ার চেষ্টা করে। এরপর তার অনুগত কুকুর ম্যাক তাকে কফি বানিয়ে খাওয়ায়। তারপর গ্রিঞ্চ পোশাক পরে বাইরে বের হয় এবং নানা ধরনের বিরক্তিকর ঘটনা ঘটায়। মজার ব্যাপার হলো, এখানে অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ খলনায়কের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। যে কিনা ক্রিসমাস উৎসবকে ঘৃণা করে এবং সে হুভেলের বাসায় আয়োজিত অনুষ্ঠানকে পন্ড করে দেয়ার পরিকল্পনাও করে।

সারাবাংলা/পিএ

স্টার সিনেপ্লেক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর