সিঙ্গাপুরের উৎসবে প্রাচ্যনাটের ‘পলিথিন হাউজ’
১৫ নভেম্বর ২০১৮ ১০:৪৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভাল-২০১৮ এ অংশ নিচ্ছে জনপ্রিয় থিয়েটার দল প্রাচ্যনাট। দলটি দ্বিতীয়বারের এই আয়োজনে অংশ নিচ্ছে যা ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। উৎসবের আয়োজক সিংগাপুরের তারুণ্য নির্ভর দল বাডজ্ থিয়েটার।
আরও পড়ুন : শিল্পকলায় নবান্ন উৎসব
তিন দিনের এই উদযাপনে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আজাদ আবুল কালাম এর লেখা ‘পলিথিন হাউজ’ নাটকটি উপস্থাপন করবে প্রাচ্যনাট। সাতজন কুশীলবের এই নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম। নাটকটির মূল উপজীব্য বিষয় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সংকটময় জীবন। যা বিশ্ব বিবেকের কাছে এখনও প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে। ‘পলিথিন হাউজ’ নাটকটির প্রিমিয়ার শো হবে উৎসবের শেষ দিন শেষ নাটক হিসেবে ১৮ নভেম্বর।
উৎসবে মোট ১০টি দল উৎসবে অংশগ্রহণ করবে। যার মধ্যে সিঙ্গাপুরের স্থানীয় তিনটি দলসহ ইন্দোনেশিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইন, লাওস, ব্রুনি ও মালয়েশিয়ার একটি করে দল। আন্তর্জাতিক এই উৎসবে নাটকের পাশাপাশি ১৭ নভেম্বর ‘ডেভেলপিং কোরাস উইথ রিদম এন্ড থিম’ নামে একটি কর্মশালা পরিচালনা করবে প্রাচ্যনাট।
সারাবাংলা/পিএম
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : প্রীতম আহমেদ। উপস্থাপনা : পলাশ মাহবুব
https://www.youtube.com/watch?v=KkhNbizz7bc&fbclid=IwAR1BbMSJFklPVMG3gWAHPq0d2u6UmCBP2z7VR_swVoN6jssRCP2pnE3rshI