এন্টারটেইনমেন্ট ডেস্ক
দক্ষিণ এশিয়ার প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং অ্যানিমেশন ছবির অন্যতম আসর মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর ১৫ তম আসরে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’। উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। ছোট ছবিটি পরিচালনা করেছেন খন্দকার সুমন।
পরিচালক খন্দকার সুমন জানান, ‘সমাজের অবদমিত নারীর শেকল ভাঙ্গার অদম্য সাহস, স্বপ্ন ও লড়াইয়ের গল্প পৌনঃপুনিক। ছবিটি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখানো হবে জেনে ভালো লাগছে।’
২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসব। ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগ আয়োজন করে আসছে উৎসবটি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’ এর গল্পকার কিংশুক ভট্টাচার্য। এতে অভিনয় করেছেন আইনুন পুতুল, রানী সরকার, ফজলুল হকসহ আরো অনেকে।
দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ছাড়াও ‘পৌনঃপুনিক’ প্রদর্শিত হয়েছে সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন’ এবং নাশিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’সহ আরো কিছু সম্মাননা পেয়েছে ছবিটি।
সারাবাংলা/পিএ/কেবিএন