আজ থেকে ফোক ফেস্ট
১৫ নভেম্বর ২০১৮ ১২:৩৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৩:২০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
আজ থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক লোক সংগীত উৎসব’ হিসেবে খ্যাত ফোক ফেস্ট। চতুর্থবারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হবে এ আয়োজন। তিন দিনের এই আয়োজন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশসহ ৮ দেশের প্রায় ১৭৪ জন শিল্পী।
আরও পড়ুন : রঙ্গ উৎসবে কত্থকে মাতালেন হাসান ইশতিয়াক ইমরান
এবারের আসরে বাংলাদেশ থেকে যারা অংশ নেবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মমতাজ, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো। এছাড়াও ভারত থেকে ওয়াদালি ব্রার্দাস, রাঘুদিক্ষিত, সাত্যকি ব্যানার্জি, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাস।
উদ্বোধনী দিন থেকে প্রতিদিন সন্ধ্য ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে আয়োজন। রাত দশটার পর আর কেউ ঢুকতে পারবেন না ভেন্যুতে। এমনকি অনুষ্ঠানস্থল থেকে একবার বেরিয়ে গেলেও আর ঢোকা যাবে না।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
সন্ধ্যায় ‘হাসিনা-আ ডটার’স টেল’ এর প্রিমিয়ার
সিঙ্গাপুরের উৎসবে প্রাচ্যনাটের ‘পলিথিন হাউজ’