Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতালেন শংকর-এহসান-লয়


১৭ নভেম্বর ২০১৮ ১১:২০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শংকর-এহসান-লয় যে দর্শক মাত করবেন এমন ধারণা আগে থেকেই ছিল। হয়েছেও তাই। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের আমন্ত্রনে ‘দিওয়ালি কনসার্ট ২০১৮’ তে দর্শক হৃদয় জয় করলেন এই তিন জনপ্রিয় সঙ্গীত তারকা। শুক্রবার রাতে তাদের এই কনসার্ট হয় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায়। ছুটির দিন হওয়ায় কনসার্টে প্রচুর দর্শক সমাগম হয়। আর কনসার্টে তরুণ-তরুণীদের প্রধান আকর্ষণ ছিলেন শংকর মহাদেবন।

বিজ্ঞাপন

কনসার্ট শুরু হয় এই সংগীতত্রয়ীর জনপ্রিয় গান ‘দিল চাহতা হ্যায়’ দিয়ে। এরপর একে একে তারা পরিবেশন করেন ‘তেরে লিয়ে হাম হে জিয়ে’, ‘কাজরা রে, কাজরা রে’, ‘ঝুম বারাবার ঝুম’, ‘কাল হো না হো’, ‘মেরি মা’সহ তাদের জনপ্রিয় বেশ কিছু গান। আর গানের ফাঁকে তারা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষদের নিয়ে তাদের অভিজ্ঞতার কথা বলেন।

এর আগে রাত আটটার দিকে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। অনুষ্ঠানের দর্শক সারিতে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিন ঘন্টারও বেশি সময় ধরে চলা জমকালো এই আয়োজন শেষ হয় চোখ ধাঁধানো আতশবাজি দিয়ে।

সারাবাংলা/পিএম

 

কনসার্ট ঢাকা দিওয়ালী কনসার্ট ২০১৮ শংকর এহসান লয়

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর