Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা বদলে আসছে ‘হাজীর বিরিয়ানী’


২৩ নভেম্বর ২০১৮ ১৪:১৭

হিসু

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

অন্তর্জালে প্রকাশের পর দারুণ সাড়া ফেলে দহন সিনেমার গান ‘হাজীর বিরিয়ানী’। তবে গানটির একটি বাক্য নিয়ে শুরু হয় সমালোচনা। তখন বাংলা গানের অনেক রথী-মহারথীরাও প্রতিক্রিয়া দেন গানটি নিয়ে। অনেকে সমালোচনার ছলে ছবিটির পরিচালক-প্রযোজককে করেন ব্যক্তি আক্রমণ।

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে চিঠি ইস্যু হয় এই গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার জন্য। তথ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ পড়ে গানটির বিরুদ্ধে। ফলে অন্তর্জাল থেকে হাজীর বিরিয়ানী সড়িয়ে নেয় জাজ মাল্টিমিডিয়া।

‘হাজীর বিরিয়ানি’ গানটি ইউটিউব থেকে সরিয়ে নিলেও সিনেমা থেকে বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। তার বদলে যে বাক্যটি নিয়ে আপত্তি তুলেছে সবাই, সেই বাক্যটি যাবে বদলে।

আব্দুল আজিজ এই প্রতিবেদককে জানিয়েছেন ‘মাতাল হয়ে হিসু করবো দেয়ালে’ বাক্যটির বদলে ‘মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে’ বাক্যটি যুক্ত করা হয়েছে গানটিতে। দুয়েক দিনের মধ্যেই গানটি নতুন করে প্রকাশ করা হবে অনলাইনে।

জানা গেছে, নতুন এ কথার গানেই সেন্সরবোর্ডে জমা পড়বে ‘দহন’। আগামী ৩০ নভেম্বর সারাদেশে ছবিটি মুক্তি পাবে ছবিটি। রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবির হাজীর বিরিয়ানী গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। আর গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন আকাশ সেন।

সারাবাংলা/টিএস/পিএ

আব্দুল আজিজ গান দহন রায়হান রাফি হাজীর বিরিয়ানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর