Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিরো’র প্রথম গান


২৩ নভেম্বর ২০১৮ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিরো

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জিরো’। সিনেমাটির মুক্তির সময় যত এগিয়ে আসাছে তত যেন ছবিটি নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকদের।

ছবির টিজার ও গানে বামন শাহরুখ, প্রতিবন্ধী অনুশকা শর্মাকে দেখে দর্শকদের যেন পুরো গল্প দেখার তর সইছে না।

সেই আগ্রহে পানি ঢালতে আজ (২৩ নভেম্বর) অনলাইনে প্রকাশ পেয়েছে ছবির একটি গান। পুরো গান প্রকাশ না হলেও দুই মিনিটের ব্যাপ্তীর গানটি দেখে বোঝাই যাচ্ছে পুরনো ঢংয়েই ফিরেছেন শাহরুখ। হুইল চেয়ারে বসা আনুশকা শর্মাকে প্রেম নিবেদর করতেই যত আয়োজন গানটিতে।

গানের শিরোনাম ‘মেরে নাম তু’। ইরশাদ কামিলের লেখা গানে সুর দিয়েছেন সংগীত পরিচালক জুটি অজয়-অতুল। গানে কণ্ঠ দিয়েছেন অভয় যোধাপুরকার। রোমান্টিক ঘরানার গানে শাহরুখকে পাওয়া যাবে তার সিগনেচার স্টাইলে।

বিজ্ঞাপন

ছবিটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। তাই শাহরুখ এখন ব্যস্ত ছবির প্রচারে। এখন পর্যন্ত অনলাইনেই ছবির প্রচার চালাচ্ছেন শাহরুখ খান।

সারাবাংলা/পিএ

গান জিরো শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর