বিজয়ের গল্পে ‘পতাকা’
২৪ নভেম্বর ২০১৮ ১৩:৩১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দেশের অসংখ্য টেলিভিশন নাটকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা উঠে এসেছে প্রবলভাবে। কিন্তু নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং নাগরিক ইট-পাথরের ব্যস্ত শহরে মুক্তিযুদ্ধ ও দেশ মাতৃকার প্রতি ভালোবাসার আকুতি কতটুকু? এমন প্রশ্নকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘পতাকা’।
সাংবাদিক-নাট্যকার রুদ্র মাহফুজের রচনা ও নির্মাতা কাজী সাইফ আহমেদের পরিচালনায় বিজয় দিবসের বিশেষ এই নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব ও সাফা কবির। সম্প্রতি উত্তরা, ৩০০ ফিট, শাহবাগসহ ঢাকার বেশ কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘শরাফত নামের যে চরিত্রটি আমি করেছি সে নদীভাঙা এক হতভাগ্য। কাজের সন্ধানে সে ঢাকায় এসে মৌসুমী পণ্যের হকারে পরিণত হয়। এক পর্যায়ে সে পতাকা বিক্রি শুরু করে এবং ঘটনা ক্রমে লক্ষ্য করে বিপন্ন-পরাস্ত দেশপ্রেমকে।’
একই প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘এটি গতানুগতিক কোনো গল্পের নাটক নয়। গতানুগতিক ধারা থেকে বের হয়েছি এবং নিজেকে ভাঙতে পারলাম এই প্রথম। নাটকে আমার চরিত্রের নাম মালেকা। বাসা বাড়িতে ছোটা ঝি-এর কাজ করি। স্মৃতি আর শেকড় মানুষকে সবসময় তাড়িত করে এবং মুক্তিযুদ্ধ আমাদের মনোভূমিতে যে আশ্চর্য বিস্তার করে আছে, সেটি এ নাটকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে উম্মোচিত হবে বলে ধারণা করছি। ’
পরিচালক কাজী সাইফ আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধ শুধু আমাদের হৃদয়ে নিরন্তর সৃজনের বীজ রোপিতই করে দেয়নি বরং যে কোনো সৃজনশীল মানুষের জন্য নতুন চিন্তার নবীন দরজাও উম্মুক্ত করে দিয়েছে। বিশেষ করে শরাফত ও মালেকা চরিত্র দিয়ে তৌসিফ ও সাফা গতানুগতিক ধারা থেকে বের হয়েছেন এবং নিজেদের ভাঙতে পেরেছেন।’
ফ্যাক্টর থ্রি সলিউশনস এর ব্যানারে নির্মিত এবং রাসেল সিদ্দিকী প্রযোজিত ‘পতাকা’ নাটকটি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নাগরিক টিভিতে প্রচারিত হবে।
সারাবাংলা/আরএসও/