Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারেস্টে চড়বেন কঙ্গনা!


৯ জানুয়ারি ২০১৮ ১৪:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গে উঠতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত! তবে চরিত্রের মাধ্যমে। হ্যাঁ, কঙ্গনা রনৌত অভিনয় করবেন ভারতের এভারেস্ট জয়ী নারীর চরিত্রে। তার নাম অনুরিমা সিনহা

অনুরিমা সিনহা ভারতের প্রথম নারী, যে কিনা কাটা পা নিয়ে এভারেস্ট জয় করেছিলো। অনুরিমা ছিলেন জাতীয় পর্যায়ের ভলিবল খেলোয়ার। ২০১১ সালে ডাকাতরা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। কেটে যায় তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ।

তবে থেমে যাননি তিনি। নিরন্তর প্রচেষ্টায় ২০১৩ সালে জয় করেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।

জীবনের সাথে অনুরিমার এই যুদ্ধের গল্পই উঠে আসবে আর. বাল্কির ছবিতে। অনুরিমা চরিত্রে কঙ্গনা তো আছেনই, ছবিতে আরো চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড বিগ-বি অমিতাভ বচ্চন। কঙ্গনার প্রশিক্ষকের ভুমিকায় অভিনয় করবেন অমিতাভ।

বিজ্ঞাপন

এ ছবির মাধ্যমেই একসঙ্গে প্রথমবার বড় পর্দায় কাজ করবেন কঙ্গনা-অমিতাভ। এর আগে একটি টিভি কমার্শিয়ালে দেখা গিয়েছিলো তাদেরকে।

সারাবাংলা/পিএ/কেবিএন

কঙ্গনা রনৌত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর