Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন পেলেন অভিনেতা ফারুক


২৫ নভেম্বর ২০১৮ ১৯:৩৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফারুক। আজ (২৫ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফারুকের হাতে তুলে দেয়া হয় মনোনয়নের চিঠি।

ঢাকা-১৭ আসন থেকে অভিনেতা ফারুক মনোনয়ন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তার সহকারী। এখন পরবর্তী কর্মকাণ্ডের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

ঢাকা-১৭ আসনে বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।

নির্বাচনে অংশ নিতে ফারুক গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন। তবে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেহের আফরোজ চুমকি। বর্তমানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি।

সারাবাংলা/পিএ

অভিনেতা একাদশ জাতীয় নির্বাচন চিত্রনায়ক ঢাকা ১৭ নির্বাচন ফারুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর