Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লাভ জিহাদ’ প্রসঙ্গে মুখ খুললেন সারা আলী খান


৩০ নভেম্বর ২০১৮ ১৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বাবা সাইফ আলি খান। বলিউডের জনপ্রিয় অভিনেতা। বাবা-মা’র মতো তিনিও নাম লিখিয়েছেন বলিউড দুনিয়ায়। অভিনয় করেছেন ‘কেদারনাথ’ সিনেমায়। নিজের প্রথম বলিউড সিনেমায় সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা যাবে সারা আলী খানকে। এরইমধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার ও গান।

ট্রেইলার দেখে সমালোচকরা সারা আলি খানের প্রশংসা করলেও কট্টরপন্থী হিন্দুরা সিনেমার বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ এনেছেন। কারণ এই সিনেমায় হিন্দু মেয়ের সঙ্গে মুসলমান ছেলের প্রেম দেখানো হয়েছে।

এতোদিন লাভ জিহাদের অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সারা আলি খান। তবে এবার তিনি নীরবতা ভেঙে এ প্রসঙ্গে কথা বলেছেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিনেমার প্রচারণার সময় তাকে লাভ জিহাদ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন সারা বলেন, ‘আমার সিনেমায় কোন মানুষের মনে আঘাত লাগে, এমন কোন কিছু দেখানো হয়নি। মনসুরের জীবন কীভাবে মুক্কুময় হয়ে উঠেছিল, তাই তুলে ধরা হয়েছে সিনেমার গল্পে। তবে সব সিনেমা সবার ভাল লাগবে না এটাও স্বাভাবিক।’

কেদারনাথ পরিচালনা করেছেন আভিষেক কাপুর। প্রযোজনা করেছেন রনি স্ক্রিওয়ালা। ডিসেম্বরের ৭ তারিখে মুক্তি পাবে সিনেমাটি।

সারাবাংলা/আরেএসও/পিএ

অভিষেক কাপুর কেদারনাথ রনি স্ক্রিওয়ালা সারা আলী খান সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর