জিয়াদের মর্মান্তিক ঘটনা থেকে হবে সিনেমা
২ ডিসেম্বর ২০১৮ ২০:২০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
শুরু হয়েছে বিজয়ের মাস। বিজয় বরাবরই আনন্দের। কিন্তু আনন্দের মাঝে বেদনাও থাকে অনেক সময়। ২০১৪ সালের ডিসেম্বরটা ছিল সেই রকম। বিজয়ের আনন্দ শেষে ঘটলো এক মর্মান্তিক দূর্ঘটনা।
২৬ ডিসেম্বর, ২০১৪ সাল, রাজধানীর শাহজাহানপুরে ছোট্ট এক শিশু খেলতে খেলতে পড়ে যায় রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপের ভেতর। ৩০০ ফুট গভীর সেই পাইপ থেকে উদ্ধার করা হয় শিশুর মরদেহ। হতভাগা সেই শিশুর নাম জিয়াদ।
এবার সেই বাস্তব ঘটনা থেকে নির্মাণ করা হবে চলচ্চিত্র। ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া বাস্তব ঘটনা থেকে চলচ্চিত্র নির্মাণ করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ (২ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বক্তব্যে এ কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে জিয়াদকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের চেষ্টা। এখন থেকে জীবনের গল্পগুলোই হবে প্রযোজনা প্রতিষ্ঠানটির চলচ্চিত্র নির্মাণের উপজীব্য।
গল্পের মূল ভাবনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল আজিজের। সিনেমার পরিচালক এখনও চূড়ান্ত হয়নি। ছবির কাহিনী সংলাপ লিখবেন নির্মিতব্য ‘মাসুদ রানা’ সিনেমার চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা।
এই গল্পের জন্য একটি নাম দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ।
সারাবাংলা/পিএ