Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার ঢাকায় আসছেন অপর্ণা


১০ জানুয়ারি ২০১৮ ১২:৩১ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ১৬:২০

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

ভারতীয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন ঢাকায় আসছেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তার এই ঢাকা সফর।

১৩ জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় আসবেন অপর্ণা। ১৪ জানুয়ারি বিকালে রাজধানীর অঁলিয়স ফ্রঁসেজে ‘উইমেন ফিল্মমেকার কনফারেন্স’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন তিনি।

১৫ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে অপর্ণা সেন পরিচালিত ‘সোনাটা’ ছবিটি। দর্শকরা ছবিটি দেখতে পাবেন জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে। ১৫ জানুয়ারি, সোমবার, বিকাল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে ‘সোনাটা’।

‘সোনাটা’য় শাবানা আজমি ও লিলেট দুবের সঙ্গে অভিনয় করেছেন অপর্ণাও। মাঝবয়সী তিন নারীর গল্প ‘সোনাটা’। মারাঠি সাহিত্যিক এলকুঞ্চওয়ারের ‘সোনাটা’ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

সারাবাংলা/পিএ/কেবিএন

অপর্ণা সেন ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল