Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন ছিল নিকিয়াঙ্কার বিয়ের সাজ


৪ ডিসেম্বর ২০১৮ ১৯:২৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিকিয়াঙ্কা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাস এখন স্বামী-স্ত্রী। ডিসেম্বরের ১ ও ২ তারিখে খ্রিস্টান এবং হিন্দুরীতিতে বিয়ে হয় বলিউড ও হলিউডের এই দুই তারকার। সংগীত ও মেহেদি অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলেও বিয়ের দিনের ছবি দেখা হয়ে ওঠেনি কারো।

এবার সেই অপেক্ষার পালা শেষ হলো। প্রকাশ পেয়েছে নিকিয়াঙ্কার বিয়ের দিনের ছবি এবং ভিডিও। খ্রিস্টান ও হিন্দু- দুই নিয়মের বিয়ের সাজের ছবি প্রকাশ পেয়েছে অনলাইনে। একটি ভিডিও প্রকাশ পেয়েছে খ্রিস্টান ধর্মের বিয়ের আয়োজনের।

যোধপুরের উমেদ ভবনে ১ ডিসেম্বর খ্রিস্টান ধর্মমতে এবং ২ ডিসেম্বর হিন্দু ধর্মমতে বিয়ে হয় নিক ও প্রিয়াঙ্কার। খ্রিস্টান ধর্মমতে বিয়ের দিন নিক পরেছিলেন কালো স্যুট-প্যান্ট-বুট এবং প্রিয়াঙ্কা পরেছিলেন সাদা গাউন। আর হিন্দু ধর্মের রীতি মেনে বিয়ের অনুষ্ঠানে প্রিয়াংকা বাঙালি ঢংয়ে পরেছিলেন লাল লেহেঙ্গা আর সোনালি রংয়ের সেরোয়ানি পরেছিলেন নিক জোনাস।

বিজ্ঞাপন

দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন আয়োজনে হয় দুই তারকার বিয়ে।

সারাবাংলা/পিএ/পিএম    

নিক জোনাস প্রিয়াংকা চোপড়া বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর