Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খবর নিয়ে আসছেন অরিন্দম শীল


১০ জানুয়ারি ২০১৮ ১৫:০৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ১১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

কলকাতার জনপ্রিয় পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল এবার ঝুঁকেছেন বাংলাদেশের দিকে। এদেশের একটি ছবি পরিচালনা করবেন তিনি, এমন খবর শোনা যাচ্ছিলো বুধবার সকাল থেকে। বিস্তারিত জানতে সারাবাংলা যোগাযোগ করে অরিন্দম শীলের সঙ্গে।

কলকাতা থেকে অরিন্দম খবরটি নিশ্চিত করেন। জানান, ‘হ্যাঁ, বাংলাদেশের একটি ছবি পরিচালনা করছি। তবে এখনই বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না।’ ছবিটি নির্মিত হবে জনপ্রিয় কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে। তবে চলচ্চিত্রে গিয়ে নাম পাল্টে যাবে কিনা, সেটা নিশ্চিত নয়।

কারা অভিনয় করবেন এ ছবিতে? অরিন্দম শীল এ খবর জানাবেন ২০ জানুয়ারি। ওইদিন ঢাকায় আসবেন তিনি। ‘ঢেউ আসে ঢেউ যায়’-এর বিস্তারিত খোলাসা করবেন ওইদিন, সংবাদ সম্মেলনে।

অরিন্দম শীল নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আবর্ত’। এরপর তিনি ‘এবার শবর’, ‘হর হর ব্যোমকেশ’, ‘ঈগলের চোখ’সহ বেশকিছু ছবি পরিচালনা করেছেন। গত বছর তার নির্মিত ‘ধনঞ্জয়’ ছবিটি তুমুল আলোচনা তৈরি করেছিলো টালিগঞ্জে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেবিএন/পিএ

অরিন্দম শীল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর