নতুন ঝামেলায় অস্কার উপস্থাপক
৭ ডিসেম্বর ২০১৮ ১৫:২৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
নতুন করে ঝামেলায় পরেছে অস্কার। এবারের ঝামেলা উপস্থাপক কেভিন হার্টকে নিয়ে। গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) অস্কার কমিটি ঘোষণা করে এবারের আসরের উপস্থাপকের নাম। সেখানে বলা হয় একানব্বইতম অস্কার উপস্থাপনা করবেন হলিউড অভিনেতা কেভিন হার্ট।
এই ঘোষণার তিন দিন পরই তাকে নিয়ে তৈরি হয়েছে সমস্যা। অস্কার উপস্থাপনা থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন কেভিন হার্ট। নিজের টুইটার বার্তায় এই কথা জানিয়েছেন কেভিন। তিনি লিখেছেন, ‘আমি খুব দুঃখিত যে আমি অনেককেই কষ্ট দিয়েছি। এবং কাজটি অামি করে গেছি অনবরত। যাই হোক, অ্যাকাডেমিকে অনেক ধন্যবাদ। নিশ্চই আমাদের পরে দেখা হবে।’
২০০৯, ১০, ১১ সালে কেভিন হার্ট ‘এল জি বি টি’ (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার) ধরনের মানুষদের নিয়ে মজা করে একের পর এক টুইট করেছেন।
কেভিন হার্টের অস্কার উপস্থাপনা করার খবরটি প্রকাশ হওয়ার পরই প্রশ্ন উঠেছে। সবাই বলছেন যে মানুষটির ‘এল জি বি টি’ ধরনের মানুষের প্রতি শ্রদ্ধা নেই, সে কীভাবে অস্কার উপস্থাপনা করার সুযোগ পায়!
এক ভিডিও বার্তায় কেভিন জানিয়েছেন, অ্যাকাডেমি তাকে ডেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে। তা না হলে তারা অন্য উপস্থাপক খুঁজবে।
কেভিন হার্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমা তো চেয়েছেন, একই সঙ্গে উপস্থাপকের কাজ থেকে নিজেকে সরিয়ে নিতেও চেয়েছেন। কেভিনের এই চাওয়া অস্কার কমিটি পূরণ করবে কি না তা এখনও জানায়নি অ্যাকাডেমি। তবে অস্কারের অফিসিয়াল ওয়েব সাইট থেকে খবরটি সরিয়ে ফেলা হয়ছে।
আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যদাপূর্ণ আসর অস্কার এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯১তম আসর। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই আয়োজন। বরাবারের মতো হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে হবে আস্কার আয়োজন।
সারাবাংলা/পিএ