একযোগে ৬৪ জেলায়…
৮ ডিসেম্বর ২০১৮ ১২:১৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
শিল্পকলা একাডেমির আয়োজনে আজ শনিবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’। দ্বিতীয়বারের মতো উৎসবটি একযোগে দেশের ৬৪টি জেলায় অনুষ্ঠিত হবে। আট দিনের এই উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন : মুক্তি মিললো মিকা’র
শনিবার বিকাল পাঁচটায় শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সভাপতি থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এবারের উৎসবে প্রায় ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামান্যচিত্র দেখানো হবে। এরমধ্যে ৪৮টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি প্রামাণ্যচিত্র। পাঁচ সদস্যের জুরি বোর্ড ছবিগুলো মনোনীত করেন। এছাড়া উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয়ক্ষেত্রে আলাদাভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরষ্কার দেয়া হবে। পাঁচ সদস্যের আরেকটি জুরি বোর্ড এই দায়িত্ব পালন করবেন। পুরস্কার মান শ্রেষ্ঠ ছবি ১ লক্ষ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরষ্কার ২৫ হাজার টাকা।
উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরষ্কার দেয়া হবে। ১৫ ডিসেম্বর ২০১৮ জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের সমাপনী দিনে পুরষ্কার ঘোষণা করা হবে এবং উৎসবে অংশগ্রহণকৃত চলচ্চিত্রের সকল নির্মাতাদের সনদপত্র প্রদান করা হবে।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন : গোল্ডেন গ্লোবে এশিয়ান অভিনেত্রীর মনোনয়ন
বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮ শিল্পকলা একাডেমী