Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐশীর সামনে ইতিহাসের হাতছানি


৮ ডিসেম্বর ২০১৮ ১২:৫০ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে লড়বেন বাংলাদেশি প্রতিযোগি জান্নাতুল ফেরদৌস ঐশী। বিষয়টি বাংলাদেশিদের জন্য একই সঙ্গে আনন্দের এবং গর্বের। কারণ এর আগে বাংলাদেশি কোন প্রতিযোগি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফাইনালের মঞ্চে  যেতে পারেননি।


আরও পড়ুন :  একযোগে ৬৪ জেলায়…


শনিবার (৮ ডিসেম্বর) চীনের সাংহাইতে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব তথা ফাইনাল। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজক কমিটির দেয়া তথ্যমতে, বাংলাদেশ সময় বিকাল ৫টায় জুম টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে।

এদিকে চূড়ান্ত পর্বে ঐশীকে এগিয়ে রাখতে ভোটের প্রয়োজন। সেজন্য ঐশী মিস ওয়ার্ল্ড বাংলাদেশর অফিসিয়াল ফেসবুক পাতায় বাংলাদেশের সবাইকে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন। চূড়ান্ত প্রতিযোগিতা শুরু আগ পর্যন্ত মিস ওয়ার্ল্ড ডট কম (www.missworld.com) সাইটে গিয়ে সাইন আপ কারে তাকে ভোট দেয়া যাবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঐশী ভোট পেয়েছেন ৫ দশমিক ৯২ শতাংশ।

বিজ্ঞাপন

১১৮ প্রতিযোগীর মধ্যে সেরা ৩০ প্রতিযোগী নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের ২০টি গ্রুপের প্রতিটির বিজয়ীরা পৌঁছে গেছেন ফাইনালে। বাংলাদেশের ঐশী তাদেরই একজন।

অন্যদিকে ফেসবুকে সুন্দরী প্রতিযোগিতায় প্রশ্নোত্তর পর্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ঐশীকে আত্মবিশ্বাসের সঙ্গে বিচারকদের কাছে নিজেকে উপস্থাপন করতে দেখা গেছে। যা বাংলাদেশিদের মনে আশার সঞ্চার করেছে। সেই আশায় বুকে বেধে আজ সবার চোখ থাকবে চীনের সাংহাই শহরে।

এবারের ৬৮তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী সুন্দরীকে ক্রাউন পরিয়ে দেবেন ২০১৭ সালের সেরা সুন্দরী মানুষী চিল্লার।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :  মুক্তি মিললো মিকা’র


জান্নাতুল ফেরদৌস ঐশী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর