Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিউচার সাই-ফাই ঘরানার নতুন সিনেমা ‘প্রজেক্ট অমি’


৯ ডিসেম্বর ২০১৮ ২১:১০

প্রজেক্ট অমি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘উধাও’ সিনেমা দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন পরিচালক অমিত আশরাফ। ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে। পাঁচ বছর পর নুতন সিনেমা শুরু করতে যাচ্ছেন তিনি। অমিত আশরাফের দ্বিতীয় সিনেমার নাম ‘প্রজেক্ট অমি’।

ফিউচার সাই-ফাই ঘরানার সিনেমার অল্প কিছু কাজ করে ফেলেছেন অমিত আশরাফ। পুরোদমে ছবির কাজ শুরু করবেন আসছে বছরের ফেব্রুয়ারি অথবা মার্চে।

Project Ommi – Teaser

The Project Ommi crowdfunding campaign is now LIVE: bit.ly/ProjectOmmi Pledge your support to this Bangladeshi sci-fi & receive a host of exciting rewards, including: – An Augmented Reality App- The Graphic Novel- The Exo-Arm Prop – An Augmented Reality Poster- A VIP Experience- So much more! HURRY – ONLY 3 WEEKS TO GO! #AwakenOmmi

Posted by Project Ommi on Monday, 26 November 2018

‘প্রজেক্ট অমি’ সিনেমাটি প্রসঙ্গে অমিত আশরাফ সারাবাংলাকে বলেন, ‘ফিউচার সাই-ফাই থ্রিলার ছবি বা সাইবারপ্রাংক ধরনের সিনেমা আমার জানামতে এখনো হয় নাই বাংলাদেশে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের প্রভাব থাকবে সিনেমায়। আমার এই সিনেমার সব চরিত্রে মানুষই অভিনয় করবে, শুধু একটি চরিত্রকে দেখা যাবে ভার্চুয়াল।’

তিনি আরও জানান, এই ছবিতে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশকে ভবিষ্যতের রূপে দেখা যাবে। ছবির ঘটনার অনেক কিছুই ঘটবে একটি পরিত্যাক্ত জাহাজে।

Meet Writer / Director

Meet Amit – writer/director of Project OmmiHe explains why Bangladeshi's first cyberpunk sci-fi is important to him.Support this project & be in the movie.LINK TO KICKSTARTER: bit.ly/ProjectOmmi

Posted by Project Ommi on Saturday, 8 December 2018

সিনেমার গল্প, চিত্রনাট্য করেছেন অমিত আশরাফ নিজেই। তবে সিনেমার অন্যতম প্রযোজক জেনি ওয়াকার একজন ব্রিটিশ। এই ছবির জন্য টাকা তুলতে নতুন এক পন্থা অবলম্বন করছেন অমিত আশরাফ। আগ্রহীরা আগেই এই সিনেমার টিকেট কেটে ফেলতে পারেন, অথবা কিনে ফেলতে পারেন বিভিন্ন সামগ্রী। ‘কিকস্টার্টার’ ওয়েবসাইটে গিয়ে অনেক কিছুই কিনতে পারবেন দর্শকরা। আর সেই টাকা একটা ফান্ড হিসেবে ব্যবহার হবে সিনেমা নির্মাণে।

বেশ অনেক অ্যানিমেশন ও গ্রাফিক্সের কাজ থাকবে এই সিনেমায়। এসব কাজ হবে দেশ ও দেশের বাইরে।

সারাবাংলা/পিএ

অমিত আশরাফ প্রজেক্ট অমি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর