Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদ কাপুরের কিছু হয়নি


১১ ডিসেম্বর ২০১৮ ১২:১৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

বেশ কিছু দিন থেকেই একটা গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে। বলিউড অভিনেতা শহীদ কাপুর নাকি ক্যান্সারে আক্রান্ত! ভারতীয় বেশ কিছু মিডিয়া লিখেছে, পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘হায়দার’ খ্যাত এই তারকা অভিনেতা।


আরও পড়ুন :  অভিনয়ে গানের ইমন


আসলেই কি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন শহীদ? মোটেও না! ক্যান্সারের খবরটি পুরোপুরি গুজব। জানিয়েছেন শহীদ কাপুর নিজেই। ৩৭ বছর বয়সী এই অভিনেতা টুইটারে লিখেছেন, ‌‌‘বন্ধুরা আমি পুরোপুরি সুস্থ আছি। দয়া করে উড়ো কথা বিশ্বাস করবেন না।’

শুধু শহীদ কাপুর নন, অসুস্থতার খবরটি নাকচ করে দিয়েছে শহীদ পরিবারের বাকী সদস্যরাও।

বেশ কিছুদিন ধরেই খবর রটে পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত অভিনেতা শহীদ কাপুর। প্রথমে শহীদ কাপুর কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষেয়ে মুখ না খুললেও গতকাল (সোমবার) এই সংক্রান্ত সমস্ত খবরকে মিথ্যা বলে দাবি করা হয় শহীদ কাপুরের পক্ষ থেকে। এই সমস্ত মিথ্যা রটনায় কান না দিতেও অনুরোধ করেন তিনি।

শহীদ কাপুর এই মুহূর্তে পরিবারের সঙ্গে দিল্লিতে সময় কাটাচ্ছেন।

উল্লেখ্য় সর্বশেষ ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে দেখা গিয়েছিল শহীদকে। এরপর তাকে দেখা যাবে ‘কবীর সিং’ ছবিতে। দক্ষিন ভারতের জনপ্রিয় সিনেমা ‘অর্জুন রেড্ডি’ থেকে রিমেক করা হচ্ছে এই ছবি। ২০১৯ সালের ২১ জুন ছবিটি মুক্তি পাবে।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :  চার বছরে রেডিও ঢোল


ক্যান্সার শহীদ কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর