Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন অভিনেতা সিরাজ হায়দার


১১ জানুয়ারি ২০১৮ ১০:৫৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৫৮

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

না ফেরার দেশে পারি জমালেন অভিনেতা সিরাজ হায়দার। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সিরাজ হায়দারের ছেলে ও নাট্য পরিচালক লেলিন হায়দার বলেন, ‘বুধবার রাতে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন বাবা। সকালে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুবরণ করেন তিনি।’

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বাদ জোহর দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সিরাজ হায়দারের মরদেহ নেয়া হবে । সেখানেই হবে তার প্রথম জানাজা। বাদ মাগরিব মুন্সিগঞ্জের সিপাহিপাড়ার দরগাবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সিরাজ হয়দারের মরদেহ।

প্রায় পঞ্চাশ বছরের অভিনয় জীবনে সিরাজ হায়দার কাজ করেছেন মঞ্চ, টেলিভিশন ও রেডিওতে। এছাড়াও নাটক নির্দেশনা ও চলচ্চিত্র পারিচালনাও করেছেন তিনি।

সারাবাংলা/পিএ/এমএ

সিরাজ হায়দার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর