Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছর হলো ‘এক’


১১ ডিসেম্বর ২০১৮ ১৮:১৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৮:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিয়ের সময় বলেছিলেন, গোটা জীবন হাতে হাত ধরে পাশাপাশি হাঁটতে চান! গোটা জীবন একসঙ্গে হাঁটা হবে কি-না তা এখনি বলা যাচ্ছে না। তবে বিবাহিত জীবনের এক বছর বেশ ভালো ভাবেই পার করলেন ভারতের জনপ্রিয় জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

বিরাট-আনুশকা বিয়ে যেমন করেছিলেন বিদেশের মাটিতে, বিয়ের প্রথম বর্ষও তারা উৎযাপন করলেন বিদেশে। বিশেষ দিনটিতে মিডিয়া ও ভক্তদের চোখ এড়িয়ে একটু নিরিবিলি সময় কাটাতে দুজনেই বেছে নিয়েছেন অস্ট্রেলিয়া।

কোহলি আগে থেকেই ছিলেন অস্ট্রেলিয়ায়। অন্যদিকে ‘জিরো’ ছবির প্রচারণা শেষে স্বামীর কাছে উড়ে গেলেন আনুশকা শর্মাও।

বিজ্ঞাপন

বিয়ে বার্ষিকী উপলেক্ষে আনুশকা জানিয়েছেন, কোহলির সঙ্গে এই এক বছরের জীবন ছিলো ‘স্বর্গীয়’। টুইটারে এই তারকা লিখেছেন, ‘যদি তুমি ভালো মানুষকে বিয়ে করো, তবেই স্বর্গ।’

অপরদিকে, টুইটারে বিয়ের সময়ের অনেকগুলো ছবি শেয়ার দিয়েছেন বিরাট কোহলি। আর আনুশকা শেয়ার করেছেন আদুরে একটি ভিডিও। যেখানে আনুশকাকে ‘বউ’ বলে ডেকেছেন বিরাট। তারপর বলেছেন, ‘আরেকবার বউ বলে ডাকতে পারি?’

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে হয় আনুশকা-কোহলির।

সারাবাংলা/টিএস/এমআই

https://twitter.com/AnushkaSharma/status/1072359108274081797

আনুশকা শর্মা বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর