Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন


১১ ডিসেম্বর ২০১৮ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ডিসেম্বরে শেষ হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কমিটির মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী সমিতির নির্বাচন হওয়ার কথা ডিসেম্বরে। ২০১৮-১৯ মেয়াদে আসবে নতুন কমিটি। তবে জাতীয় নির্বাচনের কারণে ঠিক সময়ে হচ্ছে না চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন।

ঠিক কবে নাগাদ হতে পারে পরিচালক সমিতির নির্বাচন? প্রশ্নের উত্তরে বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন সারাবাংলাকে বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে পরিচালক সমিতির নির্বাচন পিছিয়ে গেছে। যেহেতু ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। তাই পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।’

বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে পরিচালকদের মধ্যে উত্তেজনা বা আলোচনা থাকলেও এখনো তারা প্রকাশ্যে কেউ কিছু করছেন না। কারা নির্বাচন করতে পারেন সে ব্যাপারে কোনো ধারণা পাওয়া না গেলেও সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন আবারও নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন। ২০১৮-১৯ মেয়াদের জন্য স্বপদেই নির্বাচন করবেন তারা।

সারাবাংলা/আরএসও/টিএস

চলচ্চিত্র পরিচালক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর