Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিক বিহনে প্রিয়াঙ্কা!


১৩ ডিসেম্বর ২০১৮ ১৬:৫০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিয়ে হয়ে গেছে। মধুচন্দ্রিমাও শেষ। এবার কাজ। কর্মের জন্য নাকি অনেক কিছুই ছাড়তে হয়। নিক জোনাস ছাড়লেন তার নব পরিনীতা প্রিয়াঙ্কাকে। নববধূকে ভারতে একা রেখেই আমেরিকায় চলে গেলেন জনপ্রিয় এই পপ গায়ক।


আরও পড়ুন :  দেশি ও যৌথ প্রযোজনার ছবির দখলে শুক্রবার


নিক জোনাস আমেরিকায় গেলেও সেখানে বেশিদিন থাকা হবে না তার। এই সপ্তাহের মধ্যেই আবার ভারতে ফিরবেন এই গায়ক। কারণ ২০ ডিসেম্বর মুম্বাইতে হবে এই জুটির দ্বিতীয় রিসেপশন অনুষ্ঠান। আপাতত জরুরী কিছু কাজ সারতেই নিজের দেশে ফিরেছেন নিক।

নিককে বিদায় দিতে বিমানবন্দরে এসেছিলেন প্রিয়াঙ্কা। সেখানে তাকে বেশ মন খারাপ করে হাঁটতে দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বন্ধু বিদায়ের শোকেই হয়তো কাতর ছিলেন ‘ডন’ খ্যাত এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমে খ্রিস্টান মতে এরপর হিন্দু মতে তাদের বিয়ে হয়। এরপর দিল্লির তাজ প্যালেস হোটেলে করেন অভ্যর্থনা অনুষ্ঠান। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দেন এবং নব-দম্পতিকে শুভ কামনা জানান।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :

আসছে ‘ফাগুন হাওয়ায়’ ছবির টিজার

প্রতিযোগিতামূলক যাত্রা শুরু করল ‘দ্য লাস্ট পোস্ট অফিস’

আবুধাবি বাংলা চলচ্চিত্র উৎসবে জয়া-শুভ

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় তারকারা

এ দেশ আমাদের মা, তাকে শ্রদ্ধা করতে হবে : শাহীন সামাদ

দেশপ্রেমের গল্পে ‘একটি কৃতজ্ঞতাপত্র’


নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর