Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রকৃত ভক্তরা বিভক্ত হয় না’


১৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চলচ্চিত্র তারকারা প্রত্যক্ষ রাজনীতি করবেন। বিষয়টি উপমহাদেশের দেশগুলোর জনগণ যেন মেনে নিতে পারেন না। যদি কোন তারকা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে প্রচারনা চালান তাহলে তো কথাই নেই। ভক্ত সংখ্যা তো কমেই সেই সাথে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়। কখনো কখনো তা গিয়ে ঠেকে অশ্রাব্য গালাগালে।


আরও পড়ুন :  নিক বিহনে প্রিয়াঙ্কা!


সম্প্রতি বাংলাদেশের দুই জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ-ফেরদৌস আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচনে প্রচারনায় অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ভাষণ দিয়েছেন। এতে করে কি নায়কের ভক্তদের মাঝে বিভক্তি তৈরী হয় না? প্রশ্ন ছিল রিয়াজের কাছে। উত্তরে তিনি সারাবাংলাকে বলেন, ‘যারা নায়ক রিয়াজকে সত্যিকারে পছন্দ করেন তারা কখনো বিভক্ত হবে না। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌আমার একটি ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। নায়ক হয়েছি সেজন্য মতাদর্শ জলাঞ্জলি দেবো তা নয়। তাছাড়া আমি যে দলের পক্ষে নির্বাচনী প্রচারনা করছি সেই দল নতুন বাংলাদেশের রূপকার। আমি বাংলাদেশেকে উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আর সেকারণে আমি আমার পছন্দের দল বেছে নিয়েছি। আমার বিশ্বাস আমার পছন্দের দল আবারও ক্ষমতায় এলে দেশের চেহারা পাল্টে যাবে।’

বিজ্ঞাপন

আপনাকে নিয়ে তো স্যোশাল মিডিয়ায় নেতিবাচক চর্চা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‌‌‘যারা সমালোচনা করছে তারা মন্দ মানুষ। বিপক্ষ দলের অর্থের বিনিময়ে এসব কাজ করছে। তাদের কথা আমি কখনো আমলে নেই না। তারা ভুল পথে এগোতে চাইছে। তবে তাদের উচিত সহনশীল হওয়া। কাউকে আক্রমণ করে, অশ্রাব্য ভাষায় গালাগাল করা ভদ্রতা নয়। মানুষের রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকবে। একে সম্মান করা উচিত।’

অন্যদিকে চিত্রনায়ক ফেরদৌসকে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল। তিনিও রিয়াজের কথার সঙ্গে সুর মেলালেন। বললেন, ‌‘আমি মনে করিনা আমার ভক্তরা এটা নেতিবাচকভাবে নেবে। মাতাদর্শে ভিন্ন থাকলে তাকে সহজভাবে নেয়া যাবে না-এটা ঠিক নয়। আমি আমার বোধশক্তিকে কাজে লাগিয়ে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়েছি।’

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

দেশি ও যৌথ প্রযোজনার ছবির দখলে শুক্রবার

আসছে ‘ফাগুন হাওয়ায়’ ছবির টিজার

প্রতিযোগিতামূলক যাত্রা শুরু করল ‘দ্য লাস্ট পোস্ট অফিস’

আবুধাবি বাংলা চলচ্চিত্র উৎসবে জয়া-শুভ

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় তারকারা

এ দেশ আমাদের মা, তাকে শ্রদ্ধা করতে হবে : শাহীন সামাদ

দেশপ্রেমের গল্পে ‘একটি কৃতজ্ঞতাপত্র’


ফেরদৌস রিয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর