ফেব্রুয়ারিতে ‘ঢাকা আর্ট সামিট’
১১ জানুয়ারি ২০১৮ ১৪:৩৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিল্পী প্রদর্শনীর আয়োজন ‘ঢাকা আর্ট সামিট’। ফেব্রুয়ারির দুই তারিখ থেকে শুরু হচ্ছে এবারের আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। চতুর্থবারের মতো আয়োজনটি করছে সামদানি আর্ট ফাউন্ডেশন। সাথে থাকছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় আর বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শিল্পের বিভিন্ন মাধ্যম নিয়ে ৩৫টি দেশের তিনশো’রও বেশি শিল্পী অংশগ্রহণ করবেন এবারের আয়োজনে। সামিটে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ইরান ও তুরস্ক। প্রদর্শনী ছাড়াও থাকবে সেমিনার-সিম্পোসিয়াম। ১৬টি প্যানেলে ১২০ জনেরও বেশি বক্তা অংশ নেবেন আলোচনা আর দুটি সিম্পোসিয়ামে।
নানান আয়োজনের মধ্যে এবার ভারতীয় শিল্পী জুলেখা চৌধুরীর আর্ট ওয়ার্ক দর্শকদের নজর কারবে বলে উল্লেখ করেন আয়োজকেরা। এছাড়া আর্ট বিয়েনালের প্রথম পাঁচ আসরের বিভিন্ন শিল্পকর্ম একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকরা। এছাড়াও মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় সামিটের শিক্ষামূলক অনুষ্ঠানগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
‘ঢাকা আর্ট সামিট’ এর আয়োজন সম্পর্কে জানাতে বৃহস্পতিবার অুনষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন সামিটের উদ্যোক্তা নাদিয়া সামদানি, রাজিব সামদানি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং আয়োজনের অন্যতম কিউরেটর শিল্পী মনিরুজ্জামান।
সারাবাংলা/পিএ/পিএম