Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার থেকে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’


১১ জানুয়ারি ২০১৮ ১৫:৩০

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

ঢাকা ক্লাবের গেস্ট হাউস রেস্টুরেন্টের ঘড়িতে তখন কাটায় কাটায় ১২টা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এলেই শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন। খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। এসেই ‘দুঃখিত’ বলে জানালেন, ‘দেরী নয়, একদিন বাদেই শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান পৃষ্ঠপোষক আরো বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রনালয় এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে গর্বিত। আগামীতে আমরা আরো বড় পরিসরে এই আয়েজনটির সঙ্গে থাকবো। উৎসবে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে এই উৎসবকে ঢাকার বাইরেও নিয়ে যাবো।’

উৎসব পরিচালক আহমেদ মুস্তফা জামাল বললেন, ‘এই উৎসব দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে। দেশীয় চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ করে দিতে এটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা আনন্দিত যে পররাষ্ট্র মন্ত্রনালয় এখানে সাহায্যের হাত বাড়িয়েছে। আশা করছি প্রতিবারের মতো এবারও উৎসবে দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া পাবো।’

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এই শ্লোগানে ১২ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবার এই উৎসবের ১৬ তম আসর। ৯ দিনব্যাপী এবারের উৎসবে বিশ্বের ৬০ দেশের ২১৬টি ছবি দেখানো হবে। পূর্ণদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রগুলো দেখানো হবে জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র, আলিয়ঁস ফ্রঁসেজে।

বিজ্ঞাপন

উদ্বোধনী দিনে বাংলাদেশের তিন সিনেমা দিয়ে উঠবে উৎসবের পর্দা। ছবি তিনটি হচ্ছে রেজা গালিব পরিচালিত ‘কালের পুতুল’, আবু সাইয়ীদ পরিচালিত সিনেমা ‘একজন কবির মৃত্যু’ এবং লতা আহমেদের ‘সোহাগীর গয়না’। উৎসবে জুরি হিসেবে বাংলাদেশ থেকে থাকবেন মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, নুরুল আলম আতিক ও বিপাশা হায়াত।

এবারের উৎসবে ওমেন ফিল্ম মেকার সেশন নামে একটি নতুন বিভাগ রাখা হয়েছে। এই বিভাগে দেশি বিদেশি নারী নির্মাতাদের ৫০টিরও বেশি ছবি দেখানো হবে।

এছাড়াও উৎসবের অংশ হিসেবে ইন্টারনেশনাল ফিল্ম ক্রিটিকস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএফসিএব) ‘প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিকস এসেম্বলী’র আয়োজন করেছে। এশিয়ার ১২টি দেশের চলচ্চিত্র সমালোচকেরা ২০ জানুয়ারী পর্যন্ত এতে অংশগ্রহণ করবেন।

সারাবাংলা/টিএসি/পিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর