মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সাইফ আলী খান
১৪ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৪
।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সবেমাত্র একটি ছবি মুক্তি পেয়েছে সারা আলী খানের। তাতেই তিনি মন জয় করে নিয়েছেন সবার। অনেক চলচ্চিত্র সমালোচকরা তাকে নিয়ে ইতিবাচক কথা বলছেন। কেউ কেউ তো বলেই ফেলছেন বাবা সাইফ আলী খানের সুযোগ্য কন্যা সারা। বাবার নাম রাখবেন মেয়ে।
প্রথম ছবি ‘কেদারনাথ’ সফল বলা যায়। এখন সারা ব্যস্ত সময় পার করছেন মুক্তিপ্রতীক্ষিত ‘সিম্বা’ সিনেমার প্রচারণায়। ইতোমধ্যে সিনেমার ট্রেইলার ও গান বেরিয়েছে অন্তর্জালে।
এদিকে অন্য সবার মতো সাইফ আলী খানও বলিউডে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সারা সম্পর্কে বলেন, ‘তার দেয়া প্রতিটি শট পরিচ্ছন্ন। নতুনত্ব আছে। এটা চমৎকার। সে অত্যন্ত মেধাবী বলে আমি মনে করি। আমি তার চমৎকার ভবিষ্যৎ দেখছি’।
রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ মুক্তি পাবে ২৮ ডিসেম্বর। এই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। সাইফের প্রত্যাশা দ্বিতীয় সিনেমাতেও সারা তার সফলতা বজায় রাখবে।
সারাবাংলা/আরএসও/পিএ