‘৪.৩১’ বিজয় ক্ষণে হাজার কণ্ঠে জাতীয় সংগীত
১৬ ডিসেম্বর ২০১৮ ১৩:১৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
১৬ ডিসেম্বর ১৯৭১, বিকাল ৪টা ৩১ মিনিট। রেসকোর্স ময়দানে আত্মসমার্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী। আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ। বিজয়ের এই ক্ষণটিকে উদযাপন করতে গাওয়া হবে জাতীয় সংগীত। তাও আবার হাজার কণ্ঠে!
আরও পড়ুন : আশায় আশায় বছর গেল
চতুর্থবারের মতো এই আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। তাদের সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। বিজয়ের ৪৭ তম বছর।
মহান বিজয় দিবস উদযাপনের ধারাবাহিকতায় ছায়ানটের এবারের আয়োজন শুরু হবে বিকাল তিনটা পয়তাল্লিশ মিনিটে। শিল্পীদের সঙ্গে সাধারণ মানুষদের দেশের গান ও জাতীয় সংগীত গাওয়ার এই আয়োজন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। গানের পাশাপাশি থাকবে নৃত্যানুষ্ঠান।
আয়োজনে থাকছে ৮টি সম্মেলক গান, সাথে সম্মেলক নৃত্য। একক গান পরিবেশন করবেন ডালিয়া নওশিন ও সেমন্তি মঞ্জরী এবং কবি তারিক সুজাতের কবিতা আবৃত্তি করবেন আব্দুস সবুর খান। আবৃত্তির সাথেও নৃত্য পরিবেশিত হবে।
৪টা ৩১ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শেষ হবে হাজার কণ্ঠে দেশের গান গাওয়ার এই আয়োজন।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
বিগ বসে সালমানের সঙ্গে শাহরুখ
অসম্পূর্ণ মানুষ শাহরুখ!
ভালো থাকার গল্প ‘একদিন ভালো থাকি’
‘ক্র্যাক প্লাটুন’ বীরপ্রতীক গাজীর সাহসিকতা নিয়ে টেলিছবি
‘বিজয়ের গল্প’ নিয়ে বিজয় দিবসের গান
আমজাদ হোসেনের সঙ্গে আমার বাজি ধরার কাহিনিটা
সিয়ামের হঠাৎ হলুদ, নতুন বছরে বিয়ে
ব্যাংককে সরকারি ছুটি, আমজাদ হোসেনের মরদেহ দেশে আনতে বিলম্ব
‘শরীরের ক্যান্সার দূর করা যায়, মনের ক্যান্সার দূর করা যায় না’
আরও দেখুন : একজন আমজাদ হোসেন [ভিডিও স্টোরি]