ভয় দেখাবেন শ্রদ্ধা-রাও!
১১ জানুয়ারি ২০১৮ ১৯:১৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রথমবারের মতো জুটি বাঁধলেন বলিউড স্টার শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও। দুজনেই নিজেদের পরিপক্ক করতে ঘাম ঝড়াচ্ছেন আলাদা করে। অভিনেতা রাজকুমার রাও এরই মধ্যে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করে দৃষ্টি অকর্ষণ করেছেন বলিউড পরিচালক-প্রযোজকদের। অন্যদিকে শ্রদ্ধাও কম জান না। ভক্ত-দর্শকদের সামনে নতুন লুকে হাজির হবেন জন্য আড়াল করে রেখেছেন নিজেকে।
কঠোর পরিশ্রম করা এই দুই অভিনয় শিল্পী এবার অভিনয় করবেন এক ছবিতে। কোনো প্রেমের গল্পে হচ্ছে না এই জুটির অভিষেক। ‘স্ট্রি’ নামের এক ভৌতিক-কমেডি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। পরিচালনা করছেন আমার কৌশিক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজকুমার রাওয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা কাপুর। ক্যাপশনে লিখেছেন, ‘যাক! আমরা একটা টাইটেল পেয়েছি। রাজকুমার রাওয়ের সঙ্গে আমার প্রথম সিনেমা স্ট্রি-এর শ্যুটিং শুরু হচ্ছ।’
প্রযোজনা সূত্র জানিয়েছে, ছবিতে শ্রদ্ধা ছোট শহরের এমন একটি নারী চরিত্র, যার চারপাশে ঘটতে থকে রহস্যজনক সব ঘটনা। ছবি সংশ্লিষ্টরা দাবি করছেন এই ধরনের চরিত্রে এর আগে কখনই অভিনয় করেনি শ্রদ্ধা।
সারাবাংলা/পিএ