Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নায়ক প্রীতম’-এর জন্য নায়িকা খুঁজছে জাজ


১৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৫২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নতুন ছবির জন্য নায়িকা খুঁজছে জাজ মাল্টিমিডিয়া। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা চেয়ে পোস্ট করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। তবে বিশেষ যোগ্যতা হিসেবে নায়িকাকে অবশ্যই কিছুটা মোটা হতে হবে। সেই সঙ্গে জানতে হবে অভিনয়।

ফেসবুক পোস্ট দেখে আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারাবাংলাকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ছবির জন্য যে গল্পটি লেখা হচ্ছে সেখানে প্রধান চরিত্রটি কিছুটা মোটা। ফলে প্রথাগত যে নায়িকাদের দেখে আমাদের চোখ অভ্যস্ত, এই ছবির নায়িকাটি সেরকম হবেন না। তাই তাকে আমরা খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

গল্পটি তিনি নিজেই লিখছেন বলে জানান আব্দুল আজিজ।

‘এই মোটা নায়িকার নায়ক হিসেবে কাকে ভাবা হচ্ছে?’ প্রতিবেদকের এই প্রশ্নে আব্দুল আজিজ বলেছেন, ‘আমরা সঙ্গীত পরিচালক প্রীতম হাসানকে ভাবছি। এখনো তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। চিত্রনাট্য লেখার পর সে পড়ে তার সিদ্ধান্ত জানাবে। তারপর নতুন বছরের এপ্রিল মাসে আমরা দৃশ্যধারণে যাবো। তার আগে ছবিটির পরিচালকসহ অন্যান্য শিল্পীদের নামও চূড়ান্ত করা হবে।’


আরও পড়ুন :  এবার অভিনয়…


প্রয়াত জনপ্রিয় গায়ক খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। গায়ক ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত হলেও বেশ কিছু দৃশ্যগল্পে অভিনয়ও করতে দেখা গেছে তাকে। এবছরেই নুহাশ হুমায়ূনের পরিচালনায় ‘৭০০’ টাকা শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সেই জায়গা থেকেই প্রীতমকে সুযোগ দিতে চাচ্ছে জাজ।

প্রীতম অবশ্য এখনো সিনেমাটি নিয়ে তেমন কিছু ভাবছেন না। সারাবাংলাকে এই গায়ক বলেন, ‘আজিজ ভাই আমার গুরুজন। উনি আমাকে অভিনয়ের কথা বলেছেন। এটা অনেক সম্মানের। আমি চিত্রনাট্য পড়ে আমার সিদ্ধান্ত জানাবো। এখন আপাতত গান নিয়েই ভাবতে চাই। কারণ আসছে বছরে শ্রোতাদের বেশ কিছু ভালো গান উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার।’

উল্লেখ্য, এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘দহন’-এর গল্পটিও পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আব্দুল আজিজ। নভেম্বরের ৩০ তারিখ মুক্তি পাওয়া এই ছবিটি সারাদেশেই দারুণ ব্যবসা করছে।

ছবি : আলকেমিস্ট আর্ট ল্যাব

সারাবাংলা/টিএস/পিএম

https://www.facebook.com/azizprano/posts/2175592522682052


আরও পড়ুন :

রোহিত শেঠির পরবর্তী ছবিতে অক্ষয় কুমার

সুমন গাইলেন নতুন গান

বৃহস্পতিবার শহীদ মিনারে টুটুলকে শেষ শ্রদ্ধা


আরও দেখুন :  নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]

আব্দুল আজিজ খালিদ হাসান মিলু জাজ মাল্টিমিডিয়া দহন নুহাশ হুমায়ূন প্রীতম হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর